Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

নীলফামারী  জেলা পরিচিতি

 

নীলফামারী  জেলা বাংলাদেশের উত্তর-পশচিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজধানী ঢাকা  থেকে  উত্তর পশচিম দিকে প্রায় ৪০০ কিঃমিঃ দূরে ১৬৪৩.৪০ বরগ কিঃমিঃ আয়তন বিশিষ্ট  এ  জেলার অবস্থান,  যা করকটক্রানতি  রেখার  সামান্য উত্তরে অবসথিত। এ  জেলার পূরবে রংপুর ও লালমনিরহাট, দকখিনে রংপুর ও দিনাজপুর, পশচিমে দিনাজপুর ও পঞ্চগড়, এবং উত্তরে ভারতের শিলিগুড়ি  জেলা অবসথিত। কৃষি নিরভর  এ  জেলার ৯০% সহজ সরল মানুষ কে ান না কে ানভাবে কৃষির উপর নিরভরশীল। নীলফামারীর দীগন্ত  বিস্তৃত সমতল  ভূমিতে প্রতি বছর প্রচুর পরিমান ধান, গম,আলু, তামাক, এবং আরও  বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয়। ভাওইয়া গানের সুতিকাগার  এ  জেলায়  আব্বাস উদদিন, হরলাল রায়, রবীন্দ্রনাথ রায়,  এর  জন্ম।   এ   জেলায়   দেশের বৃহত্তম  সেচ  প্রকল্প  তিস্তা ও সম্পুরক  সেচ সুবিধা  দিয়ে কৃষি উৎপাদন বৃদধিতে  বিশেষ  ভুমিকা রাখছে।   জেলার উত্তর  পুরবদিক দিয়ে বহমান  তিস্তা নদী   জেলার  দু’টি  উপজেলার  (ডিমলা ও জলঢাকা)  জন্য  এখনও অভিশাপ   হিসাবে বিদ্যমান।  বৃহত্তর  রংপুর   দিনাজপুরের  কেন্দ্র  বিন্দুতে  অবসথিত   এ   জেলার  সৈয়দপুর উপজেলার  ক্ষুদ্র  শিল্প   গে াটা   দেশের অরথনীতিতে বিশেষ ভূমিকা রাখছে।  দেশের  বৃহত্তম  রেলওয়ে কারখানা  সৈয়দপুর  উপজেলায়  অবসথিত।  উত্তরা  ইপিজেড   এলাকার  করমসংস্থানে ও  বৈদেশিক মুদ্রা অরজনে  অগ্রণী  ভূমিকা পালন  করছে। নীলসাগর   নামীয়  বিশাল  দিঘী  এলাকার  অন্যতম পরযটন   কেন্দ্র।  সম্প্রতিক চালুকৃত নীলসাগর  আন্তঃনগর  এক্সপেরেস   টেরেন  যে াগাযে াগের     খেতত্রে উললেক  যে াগ্য ভূমিকা রাখছে।